চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের  অর্থনীতিতে  ভুমিকা রাখেছে

আমাদের ডেস্ক :    |    ১০:৫৯ পিএম, ২০২২-০৭-০৪

ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের  অর্থনীতিতে  ভুমিকা রাখেছে

সমৃদ্ধি ও উন্নয়নের সোপানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির  না হলে বাংলাদেশের অর্থনীতির চাকার গতি হতো আরও বেশি শানিত হত । এতদ্সত্ত্বেও বাংলাদেশের বর্তমান ইকোনমির ধারা যদি যথাযথভাবে ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে অবশ্যই আমরা অতি সত্ত্বর অর্থনৈতিক সক্ষমতার  দিক দিয়ে ‘এশিয়ান টাইগার’ হতে যাচ্ছি এতে কোন সন্দেহ নেই। জনবহুল এই দেশে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরনের প্রয়াসে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কতটা এগিয়ে যেতে পেরেছি তা আমাদের অর্থনীতির সক্ষমতার দিকে তাকালে এটা  ̄যথেষ্ট হবে। অর্থনীতিবিদদের মতে, ২০২২ সালে প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ ।  অর্থাত্  এ বছর প্রকৃত জিডিপির  প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হতে পারে।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার মতে ২০২১ সালের জুন মাসে সমাপ্ত অর্থবছরে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। করোনার ধাক্কা মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করা  আগামী এক থেকে দুই বছর সম্ভব হবে। ২০১৯-২০২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২৪ মার্কিন  ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৫  মার্কিন  ডলারে। গত অক্টোবরে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূলে  বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ মার্কিন  ডলার। 

আর  পার্শ্ববর্তী দেশ ভারেতের  মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ ডলার। অর্থাৎ প্রতিবেশি দেশের তুলনায় আমরা যে পিছিয়ে নেই বরং ক্ষেত্র বিশেষে এগিয়ে যাচ্ছি এটা তার  যথেষ্ট  প্রমান। প্রবৃদ্ধির এই ধারা একদিকে যেমন অর্থনীতির গতিশীলতা বোঝায় ,অন্যদিকে এটিকে আমরা টেকসই উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা করতে পারি। অর্থনৈতিক এই ধারাকে চলমান রাখতে হলে আমাদের অবশ্যই টেকসই উন্নয়নের সূচক গুলোকে সমানভাবে  ̧গুরুত্ব দিয়ে সে অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হবে।

 তার মধ্যে  অন্যতম,  তবে খুবই  ̧গুরুত্ব বহন করে একটি বিষয় হলো গ্রামীন অর্থনীতিকে জোরদার করা এবং এর উন্নয়নে সকল মূর্ত ও বিমূর্ত অবকাঠামোর উন্নয়ন ঘটানো। এছাড়াও উল্লেখযোগ  বিষয় হলো গ্রামীন অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গ্রামীন পর্যায়ের উদ্যোক্তার ভুমিকার প্রতি গুরুত্বারোপ করা। 

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর  তথা গ্রাম পর্যায়ের উদ্যোক্তা যারা  তাদেরকে সঠিক পৃষ্টপোষকতার মাধ্যমে  অর্থনীতির মূলধারার সাথে একীভূত করে , আমাদের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ফলাফল আসা সম্ভব এটা এখন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে  যথেষ্ট হয়েছে। গ্রাম পর্যায়ে এখন প্রচুর  উদ্যোক্তার  সৃষ্টি হচ্ছে। এসবের নেপথ্যে  দেখা যায়, সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে বিভিন্ন বেসরকারী সংস্থা সমুহ। অর্থাৎ এনজিওদের কার্যক্রমের প্রতি সরকারের ইতিবাচক মনোভাব ও সঠিকভাবে পৃষ্টপোষকতা এ ক্ষেত্রে অনেকাংশে টনিক হিসেবে কাজ করছে বলে  ̄স্বীকার করছে পাশ্ববর্তী দেশের অর্থনীতিবিদরাও। এনজিও সংস্থাসমুহ কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ার গিয়ে কাজ করে সফল হচ্ছে, তা যদি উদাহরণ দিয়ে আলোচনা করতে হয়, তাহলে কয়েকটি উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে।

যেমন,মমতা দেশের  নামধন্য উন্নয়ন সংস্থার মধ্যে একটি। এটি চট্টগ্রাম বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে প্রায় তিন যুগেরও অধিক সময় ধরে কাজ করে আসছে। বেসরকারী উদ্যোগে সরকারের সহায়ক শক্তি হিসেবে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সেটি দৃা‌শ্যমান হওয়ারও আলোচনার নিরীখে কয়েকটি বিষয় উল্লেখ করছি।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের আলম মাঝির বাড়ির সমিতির সদস্য মমতা'র নাম মরিয়ম বেগম (৫০)।  স্বামী জয়নাল আবেদীন পেশায় একজন ট্রাক ড্রাইভার। ছেলেমেয়েসহ পরিবারের সদস্য  সংখ্যা ১১ জন। এত বড় পরিবারের ভারসহ ছেলেমেয়ের পড়াশুনার খরচ ও সাংসারিক খরচ সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতেন মরিয়ম।  ̄স্বামীর আয়ের পাশাপাশি তিনিও চাইতেন পরিবারে বাড়তি আয় করে সংসারে ভারসাম্য আনার।

মমতা’র সদস্যের উঠান বৈঠকে তিনিও একদিন যোগ দেন। সেখান হতেই মমতার প্রানিসম্পদ ইউনিটের বিষয়ে জানতে পারেন এবং মরিয়ম সংকল্পবদ্ধ হয়ে টার্কি ও গাভী পালনের ইচ্ছাপোষন করেন। মমতা হতে এ সংক্রান্ত প্রশিক্ষনও গ্রহণ করেন। মরিয়মের উদ্যোগ জানিয়ে তাকে মমতা হতে ২০টি টার্কির বাচ্চা অনুদান হিসেবে কিছু নগদ অর্থ ও অন্রান্য  সহায়ক উপকরণ প্রদান করা হয়। মরিয়ম সেমি  স্টেট পদ্ধতিতে টার্কি পালন শুরু করেন।

মরিয়ম ও তার সন্তানেরা টার্কির বাচ্চা ̧লো পরম মতে লালন করে ৫ মাসের মধ্যে ৮-১২ কেজিতে রূপান্তর করেন। এরই মধ্যে
টার্কি ডিম পেতে শুরু করেন। টার্কি পালনের পাশাপাশি গাভী পালন, সবজী চাষ, হাঁস-মুরগীর চাষ আরম্ভ করেন। টার্কি
হতে প্রতিদিন ডিম,  গরুর  দুধ সংগ্রহ করে  মাসিক ২০ হাজার টাকা আয় করছেন বলে জানান মরিয়ম। মরিয়মের তার সন্তানদের নিয়ে বেশ ভালোভাবেই দিনযাপন করছেন। গরুর দুধ ও টার্কির ডিম, মাংস বিক্রি  করে
বছরে ৪ লক্ষ ৮০ হাজার টাকা আয় করেন।

শাহিন আ্ক্তার একজন গৃহিনী। তিনি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের বাসিন্দা এবং মমতা’র একজন নিয়মিত সদস্য। তার
সমিতির নাম হানিফের বাপের বাড়ি। তার  স্বামী একজন দিন মজুর। যেদিন শ্রম দিয়ে কাজ করে সেদিনই খাবার জুটত
তাদের। বিবাহের প্রথম ২ বছর কোন তেমন কোন সমস্যা না হলেও তাদের প্রথম সন্তান জন্মের পর সংসারের টানাপোড়া যেন
বেড়েই চললো। শাহিন বুঝতে পারেন  ̄স্বামীর একার আয় দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই তিনিও কিছু একটা করার
সিদ্ধান্ত নেন। একজন নারীর পক্ষে কি করা যায় সেটি নিয়েও দ্বিধাগ্র ̄স্থ ছিলেন তিনি। এরই মধ্যে মমতার’র প্রানিসম্পদ ইউনিটের
কর্মকর্তার সাথে আলাপ করেন। তার আর্থিক অব ̄স্থা, উদ্যোমী মনোভাব দেখে পিকেএসএফ এর সহায়তায় মমতার
প্রানিসম্পদ ইউনিটের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে সঠিক জীব-নিরাপত্তায় হাইব্রীড লেয়ার 'র মুরগী পালন কার্যক্রমের  আওতায়
৮০টি হাইব্রীড লেয়ার মুরগী বিনামূলে ̈ প্রদান করা হয়  শাহিন আক্তারকে । একই সাথে এককালীন নগদ অর্থ, টীকা, ভ্যাকসিন ও অন্যান্য
উপকরণও বিতরণ করা হয় তাকে। 

শাহিন ও তার  ̄স্বামী পরম যত্নে সে ̧লো লালন পালন করতে শুরু করেন। এরই মধ্যে তিনি মাচা পদ্ধতিতে টার্কিও পালন করা শুরু করেন। তিন মাসের ব্যাবধানে লেয়ার মুরগী ̧লো ডিম দিতে শুরু করে এবং শাহিনের উৎসাহ আরও বাড়তে থাকে। এরপর মমতা হতে তিনি ৩০ হাজার টাকা ঋণ সুবিধা গ্রহণ করেন এবং তার খামারের পরিধি বাড়াতে থাকেন। এখন শাহিন এর সংসারে কোন টানাপোড়েন নেই। প্রতিদিন ডিম বিক্রি করে ও  অন্যান্য  মারফতে ১ হাজার টাকা আয় করে ভালভাবে দিনতিযাপন করছেন শাহিন  আক্তার তার পরিবারকে নিয়ে।

উপরের দুটি উদাহরন নিয়ে আলোচনা এজন্যই  প্রাসঙ্গিক মনে করছি, কারন এক সময় আমাদের সমাজে মেয়েরা ঘরে আবদ্ধ
হয়ে গৃহ ̄’স্থলি বা রন্ধনশালাতেই  সীমাবদ্ধ ছিলো। এখন সময় বদলেছে গ্রামীন পর্যায়ে পুরুষদের পাশাপাশি নারীরাও উদ্যোক্তা
হিসেবে আত্মপ্রকাশ আমাদের অর্থনীতির সামগ্রীক উন্নয়নেরই বহি:প্রকাশ। একটা সময়ে এনজিও বা বেসরকারী উন্নয়ন
সংগঠনের কার্যক্রমের ইতিবাচক  প্রতীক  ছিলো না। দেশের সামগ্রীক উন্নয়নে বিশেষত গ্রামীন অর্থনীতির উন্নয়নে মমতা’র মতো
সংগঠনের অবদান কোন অংশে কম নয়।  সরকারের ইতিবাচক মনোভাব এবং বিভিন্ন কার্যক্রম বা ̄স্তবায়নে সম্পৃক্ত করনে তার ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে সেটা দেশ বিদেশের বিভিন্ন জরীপে উঠে এসেছে। সরকারী ও বেসরকারী উদ্যোগে গ্রামীন অর্থনীতিকে আরও বেগবান করতে উদ্রোক্তাদের  বিভিন্ন কারিগরী ও আর্থিক ঋন সুবিধা প্রদান যথাযথভাবে পরিচালনা করতে পারলে, গ্রামীন অর্থনীতিতে সুদিন বিরাজ করবে এটা নি:সন্দেহে বলা যায়।

গ্রামীন অর্থনীতিকে বেগবান করতে বেসরকারী এনজিও ও ক্ষুদধঋন সংস্থা  সমুহ যেভাবে সহজশর্তে ঋণ, কারিগরী প্রশিক্ষন,
ব্যাক্তিগত ও পারিবারিক হিসাব নিকাশের কৌশল তথা অর্থনৈতিকভাবে  ̄স্বাবলম্বী হওয়ার প্রতিনিয়ত সমাজের অনগ্রসর
গোষ্ঠীকে সাহায্য করে যাচ্ছে; তারই প্রতিফলন আজকের বাংলাদেশের লক্ষ লক্ষ নতুন উদ্যোক্তা। এদের মধে ̈ ছোট্ট একটি অংশ
আছে যারা ঋনের সদ্ব্যাবহার  না করে ভুলপথে এগিয়ে যায় এবং পরিশেষে ঋণের পরিশোধে হিমশিম খেয়ে 
‌ব্যর্থ হয়। কিন্তু ইদানীংকালে পরিলক্ষিত হচ্ছে যে,  ঋণের সঠিক ব ব্যাবহার করে অনেক ব্যাক্তি ও পরিবারের  ̄স্বাবলম্ভী হওয়াসহ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ
হচ্ছে । যারা মূলত এদেশের অর্থনীতিতে বিরল ভুমিকা রাখছে।

লেখক , সংগঠক : তৌহিদ আহমেদ

রিটেলেড নিউজ

চট্টগ্রাম ওয়াসাকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করুন ।

চট্টগ্রাম ওয়াসাকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করুন ।

সম্পাদকীয় ডেস্ক :: : চট্টগ্রাম নগরীতে ওয়াসা ৮শ’ কিলোমিটার সঞ্চালন পাইপ লাইনের মাধ্যমে নগরের ৮০ হাজার গ্রাহকের কাছে &l...বিস্তারিত


যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন অর্থনৈতিক জোটের লক্ষ্য আসলে কী, কী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ?

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন অর্থনৈতিক জোটের লক্ষ্য আসলে কী, কী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ?

নাসির আহমাদ রাসেল :   ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের লক্ষ্যে একটি নতুন অর্থনৈতিক জোট...বিস্তারিত


ন্যাচারাল ডেমোক্রেসী - নতুন প্রজন্মের রাজনৈতিক দর্শন

ন্যাচারাল ডেমোক্রেসী - নতুন প্রজন্মের রাজনৈতিক দর্শন

বরকল (রাঙ্গামাটি) প্রতিনিধি :: :   শেখ মহিউদ্দিন আহমেদ   কেন বিশ্বের বর্তমান হতাশা? পৃথিবী এখন এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয...বিস্তারিত


কিশোর গ্যাং এখন বড় চ্যালেঞ্জ

কিশোর গ্যাং এখন বড় চ্যালেঞ্জ

মুহাম্মদ আমির হোছা্ইন :: : শিশু-কিশোররাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। শিশু-কিশোররা সুষ্ঠু ও সুন্দরভাবে বেড়ে উঠলেই দেশ ও জ...বিস্তারিত


  জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসি 'পরিবেশ সংরক্ষণের জ্ঞানার্জন করি 

জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসি 'পরিবেশ সংরক্ষণের জ্ঞানার্জন করি 

ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ : আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২২।বিশ্বব্যাপী আজ রবিবার  (২২ মে) পালিত হচ্ছে আন্তর্জাতিক জী...বিস্তারিত


৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 

ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ : আজ রবিবার   ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২২ পালিত হচ্ছে। প্রতি বছর ৮ মে সারাবিশ্বে থ্যালাসেমিয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর